কালীগঞ্জ, গাজীপুর :
গাজীপুরের কালীগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যালয়ের হঠাৎ আগুন, ফায়ার বিগ্রেড উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণ হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে ১২টা দিকে অফিস চলাকালীন সময় হঠাৎ আগুনরে ধুয়ো দেখে চিৎকার দিয়ে ছুটোছুটি করতে লাগে। জরুরী ভিত্তিতে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডারের সাথে কথা বল্লে শামীম ভূঁইয়া সাংবাদিককে জানান, কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আগুনের সংবাদ পেয়ে জরুরী ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই যে, তৃতীয় তলা ভবনের সিঁড়ি কোঠার একটি ঘরে পুরনো বস্তা ও কাগজ পত্রে আগুন লাগে। পরে আমাদের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান সম্ভবত ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তেম বেশী ক্ষয়ক্ষতি না হলেও আগুনে ২০/২৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।