গাজীপুরের কালীগঞ্জে শিশুদিয়ে ইজিবাইক চালানো হচ্ছে, বাড়ছে দূর্ঘটনা
কালীগঞ্জ প্রতিনিধি :
ইজিবাইক এখন শিশুদিয়ে চালানো হচ্ছে গাজীপুরের কালীগঞ্জের বেশ কয়েকটি সড়কে। স্থানীয় প্রশাসনের তেমন কোন নজরদারী না থাকায় অহরহ অনভিজ্ঞ শিশু কিশোরের দ্বারা চালিত হচ্ছে ইহিবাইক। সম্প্রতি কালীগঞ্জ পৌরসভার সামনে শিশুটিকে ইজিবাইক চালিয়ে যাবার সময় গতিরোধ করে জানতে চাইলাম, তোমার বয়স কত ? সে হেসে বলে উঠলো ”আমার না পেছন আমার ভাই ড্রাইভার, আমি টেস্ট করতাছি” নাম ঠিকানা জানতে চাইলে নাম গোপন করে।
আর এ সবের কারনে সড়কে ঘটছে একের পর এক দূর্ঘটনা ঝড়ে পরছে স্কুলে পড়য়া শিক্ষার্থীর সংক্ষা। এদিকে সরকার কর্তৃক ইজিবাইক, টমটম নিষিদ্ধ থাকার কারনে প্রশাসনের তেমন কোন ভুমিকা না দেখায় সরকারের প্রজ্ঞাপনটি ভন্ডুল হওয়ার সম্ভবনা উড়িয়ে দেয়া যায় না।
তবে এক ইজিবাইক চালক বলেন আমিতো শিশুনা । আমরা স্ত্রী,ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো। আবার রোহিঙ্গা সন্দেহে বেশ কিছু লোককে রিক্ত্রা ও ইজিবাইক চালাতে দেখা যাচ্ছে বলে অনেকে অভিযোগ করেন।