মৃতোর স্বামী রাসেল রোজারিও জানান, গত বুধবার রাতে ঘুমোনোর পুর্বে তার স্বামীকে বলে শরিরটা ভালো লাগছেনা তুমি খেয়ে ফেলো আমি খাবোনা বলে ঘুমিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ভোর আনুমানিত সাড়ে ৪টার দিকে রাসেল রোজারিও গুম থেকে জেগে তারস্ত্রীকে পাশে না পেয়ে লাইট জালিয়ে দেখতে পায় গলায় ওরনার দিয়ে ঘড়ের আড়ের সাথে ঝুলে আছে। পরে তারাহুরো করে তার বাবা,মাকে ডেকে ওড়না কেটে দেহটি নামিয়ে দেখতে পায় মিতু অনেক আগেই মারাগেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নেসারউদ্দিন বলেন, সংবাদপেয়ে সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং মৃতদেহ মাটিতে থাকা অবস্থায় উদ্ধার করে জিডির মাধ্যমে পোষ্ট মর্টেমের জন্য শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি। তাদের প্রায় ৩ বছর আগে বিবাহ হয় এবং মিতু এর আগে বেশ কয়েকবার আত্বঃহত্যার চেষ্ঠা করেছিল বলে পারিবারিক সুত্রে জানা যায়।