গাজীপুরের কালীগঞ্জে করোনা উপেক্ষা করে প্রশাসনকে ম্যানেজ করে জমে উঠেছে পৌষ শেষে মাঘের মেলা, ভালো মন্দ সব মিলিয়ে করোনা কালিন সময়ে সামাজিক দুরত্ব না মেনে, আইন প্রশাসনকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে ওই উপচেপরা ভীরের মাঘের মেলা। মাকস্ বিহীন খোলা-মেলা রকামারী খাবার ও শত টাকায় ভালোবাসার পান, স্বল্প মূল্যের খাবার সামগ্রী বেশীদামে বিক্রি করে, দৈনিক ৬০/৭০/১০০ টাকা করে নিচ্ছে লাইট ভাড়া ও ৪০০-৮০০ বড় দোকানে ২০০০ টাকা দৈনিক দোকান ভাড়া আদায় হচ্ছে বলে দোকানীদের অভিযোগ উঠেছে। কয়েকজন ব্যাবসায়ির সাথে কথা বলে জানা যায় যে প্রতিদিন লাইট এবং দোকান ভাড়া দিয়ে তাদের পুজি ফেরত নেওয়া দুঃস্কর হয়ে পরেছে