গাজীপুরের কালীগঞ্জের তিরিয়া এলাকায় প্রেমিকের প্রতারনায় কিশোরীর আত্মহত্যা
কালীগঞ্জ, প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকরে প্রতারণায় লমা রোজারিও (১৪) নামে এক কিশোরী ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে বিমল রোজারিওর বাড়িতে।
পারিবারিক সূত্রে জানা যায়, অদ্য রবিবার সকালে অনেক ডাকাডাকি করে তার কোন সাড়া না পাওয়া গেলে জানালার ছিটকিনি ভেঙ্গে ভেতরে লমাকে ফ্যানের সাথে ঝুলন্ত দেখে তার মা বাবা চিৎকার শুরু করে। পরে কালীগঞ্জ থানায় খবর দিলে এসআই মাহবুব সংগীয় নিয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় থেকে উদ্ধার করে থানা পুলিশ। পরে তার প্রাথমিক সুরতহাল রিপোট শেষে কালীগঞ্জ থানায় নিয়ে যায়।
পারিবারিক সূত্রে আরো জানা যায়, নাগরী ইউনিয়নের মঠবাড়ি এলাকার আদম গমেজরে ছেলে অনিক্স গমেজের সাথে লমা রোজারিওর সম্পর্ক ছিল। গতরাতে তাদের সাথে মোবাইলে বিবাদের সৃষ্টি হয়। পরে শনিবার গভীর রাতে নিজ ঘড়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করে।