খুলনায় ডিজিটাল ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন
খুলনা প্রতিনিধি :
তথ্য প্রযুক্তির আরো এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। আজ দেশের প্রথম টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন অনুষ্টিত হয়েছে। দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, ভূমি মন্ত্রনালয়ের সচিব মো.মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার মো.ইসমাইল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ আরো অনেকে। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনগনকে হয়রানী ও জটিলতা মুক্ত ভূমি সেবা প্রদানের দৃড় প্রত্যায় ব্যক্ত করা হয়।