আদালত প্রতিবেদক
ক্রিকেটার নাসির হোসাইন, কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মি, তামিমার মা সুমি আক্তারের তালাক জালিয়াতির অভিযোগের মামলায় বিচার শুরু হবে কিনা এ বিষয়ে আগামী ৯ ফেব্রুয়ারি সিদ্ধান্ত জানাবেন আদালত। আজ সোমবার ঢাকার অ্যাডিশনাল মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন চার্জগঠনের বিষয়ে শুনানি গ্রহণ করেন।
শুনানিতে আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী কাজী নজিব উল্যাহ হিরু এবং বাদীপক্ষে ইশরাত হাসান চার্জগঠনের পক্ষে প্রার্থনা করে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আগামি ৯ ফেব্রুয়ারি চার্জের বিষয়ে আদেশের তারিখ ধার্য করেন আদালত।