কৃষি অধিদপ্তর থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও (উফশী) বীজ বিতরন
কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি।
কৃষিই সমৃদ্ধ এই শ্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোঃ শিবলী সাদিক এর সভাপতিত্বে কালীগঞ্জ কৃষি অধিদপ্তর মাধ্যমে বোরো ধানের উচ্চ জাতের বীজ ও হাইব্রিড জাতের জন্যে প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা চত্বরে ১৫০ জন কৃষকসহ মোট ১২০০ শত কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের ধানের বীজ ১০ কেজি ডি এ পি সার, ১০ কেজি এম ও পি সার বিতরণ করা হয়েছে।
এছাড়াও ২০০০ জনকে দুই কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরন করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা কৃষি অফিসার তাসলিমা নাসরিন।