কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের অধ্যক্ষ আর নেই…
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমীক কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস মিয়া(৫৪) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সোয়া ১ টার দিকে ভাঁড়া বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী…… রাজিউন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর গ্রামেরে মৃত মো. তাহের মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ মহিলা কলেজ সংলগ্ন জিন্নার ভাড়া বাসায় ভাড়াটে হিসেবে থাকতেন। মৃত্যু কালে ১ স্ত্রী ও ২ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্যা জ্ঞানী গুণীগ্রাহী রেখে যান।
রোববার বাদ মাগরীব সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে মরহুমের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নেয়া হয়।
তার মৃত্যুতে সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, পৌর মেয়র এস.এম রবিন হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক ও সাংবাদিকসহ আরো অনেক গুণীজন গভীর শোক প্রকাশ করেন।