কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ;
গাজীপুরের কালীগঞ্জে কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল সোমবার বিকেল থেকে কালীগঞ্জ সোনালী ব্যাংকের মোড় সেবা হোটেলে আসতে থাকে সাংবাদিকরা।
এসময় উপস্থিত থেকে স্বাগত জানান কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির কালীগঞ্জ প্রতিনিধি মোঃ মজিবর রহমান,সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি মোঃ খোরশেদ আলম ও কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন পনির,
এ সময় আরও উপস্থিত হন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান আরমান, বাংলা টিভির কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকার, কালীগঞ্জ উপজেলা রিপোর্টাস ক্লাবের আহবায়ক ও সমকাল প্রতিনিধি আহমদ আলী, নরসিংদীর কন্ঠস্বরের সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন, দেশ নিউজ টিভির কালীগঞ্জ প্রতিনিধি মোক্তাদির হোসনে, দৈনিক মতপ্রকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাজমুল হক মনি, ও সাংবাদিক মোস্তফা শিকদার প্রমুখ, অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন দেওয়ান, তিনি মহান আল্লাহর প্রতি দেশে মহামারি করোনা ভাইরাস সহ সকল বিপদ রক্ষা ও সাংবাদিকসহ সকল মানুষের রক্ষায় আল্লাহ তাআলার প্রতি দোয়া চেয়ে মোনাজাত শেষ করেন।