কালীগঞ্জ চরসিন্ধুর ব্রীজ চেকপোষ্টে পুলিশ পাহারা
কালীগঞ্জ,প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে ২য় দিনে বিভিন্ন এলাকায় লকডাউন পালনের পাশাপশি যানবাহন ও সাধারণ মানুষের বিনা কাপরনে বাড়ির বাহির হওয়া থেকে বিরত রাখতে পুলিশি পাহাড়া জোরদার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কালীগঞ্জ থানার কর্তব্যরত এসআই কামাল হোসেন তার সহযোগীদের নিয়ে দায়ীত্ব পালন করতে দেখাগেছে। তিনি জানান, করোনা প্রতিরোধে ও লকডাউনে আমরাও স্বচ্চার, তাই বিনা কারনে যাতেযানবাহন যাতে চলাচলে করতে না পারে তারজন্য আমরা দায়ীত্ব পালন করে যাচ্ছি।