কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২১, বিনা প্রতিদ্বন্ধিতায়-২ ও ৩ নৌকা প্রার্থীর জয়, ১ প্রার্থীর পরাজয়
কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি ঃ
গাজীপুরের কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ র্নিবাচন-২১ নাগরী ইউনিয়ন বাদে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে।
গতকাল রবিবার সকাল ৮টা থেকে ৬টি ইউনিয়নে একটানা বিকাল ৪ টা পর্যন্ত সূষ্ঠু ভাবে ভোট চলে। এর মাঝে মোক্তারপুর ইউনিয়নের আলমঙ্গীর হোসেন ও তুমুলিয়া ইউনিয়নের আবু বক্কর বাক্কু বিনা প্রতিদ¦ন্ধিতায় জয় পাওয়ায় বক্তারপুর, জামালপুর, জাঙ্গালিয়া, বাহাদুশাদী ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যর ভোট অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা র্নিবাচন কর্মকর্তা ফারিজা নুর জানান, ৬টি ইউনিয়নে ৭৪টি কেন্দ্রে ৪৫৪ টি কক্ষে ১ লক্ষ ৫৯ হাজার ৬২৪ জন ভোটার রয়েছে।
সন্ধ্যায় উপজেলা ইউনিয়ন পরিষদ রির্টানিং অফিসার কর্তৃক সর্বশেষ বেসরকারী ফলাফল অনুযায়ী জানাযায়, তুমুলিয়া ইউনিয়নের আবু বক্কর বাক্কু, বক্তাপুর ইউনিয়নের আতিকুর রহমান ফারুক, জাঙ্গালিয়া ইউনিয়নের গাজী সারোয়ার হোসেন, বাহাদুশাদী ইউনিয়নের শাহাবুদ্দিন আহাম্মেদ, জামালপুর ইউনিয়নের খাইরুল আলম (নুতন), মোক্তারপুর ইউনিয়নের আলঙ্গীর হোসেন (নুতন) কে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করা হয়।