কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের উদ্বোধন
কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি ঃ
গাজীপুরের কালীগঞ্জে কেন্দ্রিয় পাঠাগারের শুভ উদ্বোধন করেছেন মেহের আফরোজ চুমকি এমপি। গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল বুধবার বিকেলে উপজেলার দড়িসোম এলাকায় বোডিং সংলগ্ন পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্র্কিত স্থায়ী কমিটি মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মাকসুদ উল আলম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, উপজেলা আয়ামীলীগ সাধারণ সম্পাদক এস.এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর কাউন্সিলর মো.বাদল হোসেন, এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম এর পিতা বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সুবেদার আব্দুর রাজ্জাককে নিয়ে রচিত নিয়ে রচিত চৌদ্দ নম্বর আসামী গ্রন্থটি অতিথিদের হাতে তুলে দেন। পরে প্রধান অতিথি পাঠাগার প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন এবং ফিতাকেটে কালীগঞ্জ উপজেলার একমাত্র কেন্দ্রীয় পাঠাগারটি শুভ উদ্বোধন করেন।