কালীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বর ও মাক্স বিতরণ
মোঃ লোকমান হোসেন পনির, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পৌর ৮নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল ও মাক্স বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) রাতে বার বার নির্বাচিত কাউন্সিলর ও আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আমির হোসেন খাঁ’র নিজস্ব অর্থায়নে উপজেলার পৌর ৮ নং ওয়ার্ড মুলগাঁও চরপাড়া এলাকার ১ হাজার অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বর ও মাক্স বিতরন কারেন। এসময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মিলন, পৌর যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল আহমেদসহ ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন।