কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করলেন ওয়াদুদ ফাউন্ডেশন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে ২৫ শিক্ষার্থীদের শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করলেন ওয়াদুদ ফাউন্ডেশন।
গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
প্রকল্পের চেয়ারম্যান ডা. ওয়াদুদ ভূঁইয়া সভাপতিত্বে মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, বীর মুক্তিযোদ্ধা জনতা ব্যাংকের পরিচালক মু. আসাদ উল্লাহ ইঞ্জিনিয়ার মনির উদ্দন আহমেদ প্রমুখ।
২৫ জনের প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা ও মানবিক সহায়ক হিসেবে ৩ জনকে ১০ হাজার ও দোলন বাজারে অবস্থিত প্রতিভা মডেল একডেমি ও পোটানস্থ্য মিফতাহুল দারুল উলুম মাদ্রাসাকে ১ লাখ চেক তুলে দেন।
এ সময় ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের ভাইস চেয়ারম্যান নবিউল ইসলাম খান, ট্রাস্টি হাসনাত দীনা, নাগরী ইউপি চেয়ারম্যান মো. অলিউল ইসলাম অলি, আশরাফুল ইসলাম খান, জাহিদুর রহমানসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।