কালীগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
কালীগঞ্জ প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। আজ শনিবার দুপুরে উপজেলা মুক্ত মঞ্চ প্রাঙ্গনে (২৬ মার্চ) বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জরে মাটি ও মানুষের নেত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ ভার প্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মো. মাকসুদুল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবিন হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোস্তফা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এটিএম ফজলুল রহমান ও বীর মুক্তিযোদ্ধা মানযাত আলী প্রমুখ।