কালীগঞ্জে লেবু জাতীয় ফসলের সম্প্রসারন, ব্যবস্থাপণা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আজ সকালে উপজেলা ২০২০-২০২১ অর্থ বছরে লেবু জাতীয় ফসলের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কালীগঞ্জ প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে লেবু জাতীয় ফসলের সম্প্রসারন, ব্যবস্থাপণা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আজ সকালে উপজেলা ২০২০-২০২১ অর্থ বছরে লেবু জাতীয় ফসলের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়ন এক প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. শরীফ খান-উপ পরিচালক (সশ্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর। প্রশিক্ষক ও কৃষিবীদ ফারজানা তাসমিন ৬০ জন প্রশিক্ষনার্থীদের লেবুজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিলক্ষে বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে প্রশিক্ষনার্থীদের সার মাল্টা ও লেবু চারা প্রদান করেন।