কালীগঞ্জে মোবাইল কোট পরিচালনা করে ৭৬ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর ) প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালীগঞ্জে মোবাইল কোট পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে ৭৬০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৬ জুন সোমবার কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহিনা আক্তার বি এস টি আই এর কর্মকর্তা ও এস আই এমদাদুলকে সাথে কালীগঞ্জ বাজারে স্বর্ণের দোকান মোবাইল কোট পরিচালনা করেন। স্বর্ণ ওজনে কম দেওয়ার কারনে সৌরভ জুয়েলার্সের মালিক শুকরন্জন ভৌমিককে ১০,০০০টাকা, পিএইচ জুয়ালার্সের মালিক সুভাষ রায়কে ৮০০০টাকা মাতৃজুয়েলার্সের মালিক আশিষ রায়কে ৮.০০০টাকা জরিমানা করেছে। পরবর্তীতে কালীগঞ্জ পৌর এলাকায় বাইপাস সড়কে অবস্থিত উওরা বিজয় ফিলিং স্টেশনের মালিক জাহাঙ্গীরকে ওজনে কম দেওয়ায় ৫০.০০০ টাকা জরিমানা করে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেন।প্রতি ১০লিটার পেট্রোল ৩৪০ মিলি লিটার,অকটেন ১০লিটার৪৫০ মিলি লিটার, ডিজেল ১০লিটারে ৪০০ মিলি লিটার,প্রতি লিটারে ৩০ মিলি লিটার কম দেওয়ার নিয়ম থাকলে ও ৩৫ মিলিলিটার তৈল কম দিয়ে আসছিল বিদায় এই জরিমানা করে বন্ধ করে দেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহিনা আক্তারের সাথে সর্বক্ষন বি এস টি আই এর কর্মকর্তা ও এস আই এমদাদুল ছিলেন।