কালীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ৩ যুবক নিহত
কালিগঞ্জ সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে সড়কের পারুলিয়া হাইস্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর জেলার কালীগঞ্জে সদর উপজেলার আলিপুর বুলারআটি গ্রামের জাহাঙ্গীরের ছেলে মামুন (২৩), একই গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৩) ও দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে সজিব (২২)
স্থাণীয়রা জানান, একটি হিরোহোন্ডা মোটরসাইকেলে নলতা থেকে এই তিন যুবক তাদের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পারুলিয়া হাইস্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ এর খুটিতে সজোরে ধাক্কা লেগে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন তারা।
স্থানীয়রা আরও জানান, নিহত যুবকদের মুখ থেকে মদের দূর্গন্ধ বের হচ্ছে। এ ছাড়া তাদের কাছে মদের বোতলও পাওয়া গেছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার সাহা ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।