কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযানকালে ১২ টি মামলায় জরিমানা আদায়
মুজিবুর রহমান:
কালীগঞ্জে উপজেলার পৌরসভা ও বেশ কয়েকটি ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযানকালে ১২ টি মামলায় ৩,৬০০/-টাকা জরিমানা আদায় করা হয়েছে। অদ্য (বৃহস্পতিবার) ০৮/০৭/২০২১ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আনসার ব্যাটেলিয়ন এর সহযোগীতায় কালীগঞ্জ পৌরসভার প্রাণ আর এফ এল কোম্পনির সংলগ্ন বাজার, সেভেন রিং কোম্পানি ভিজিটসহ সংল্গন বাজার, ঘোড়াশাল ফেরিঘাট, বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজার, জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার সহ বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকর করার নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ১২ টি মামলায় সর্বমোট ৩,৬০০/-(তিন হাজার ছয়শত) টাকা জরিমানা আদায় করা হয়।
সরকারের লকডাউন থাকা কালীন সময়ে মোবাইলকোট পরিচালনা করা হবে বলে জানাগেছে। মোবাইলকোট চলাকালিন সময়ে দুস্থ রিকশাওয়ালা, চা বিক্রেতা ও ভিক্ষুকদেরকে লকডাউন মেনে ঘরে অবস্থানে উৎসাহিত করতে মাস্ক বিতরণ করা হয়।