কালীগঞ্জে মুরগীর নসিমুন উল্টে চাপাপরে চালকের মৃত্যু
কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে মুরগী ভর্তি নসিমুন উল্টে নিটে চাপা পরে চালকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে বাহদুশাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়্ পরে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ খাদেম মোহাম্মদ জানান, ঘটনাস্থলে সে মারাগেছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মুরগী ভর্তিকরে নসিমুনটি দ্রæত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে নিচে চাপাপরে চালক মোক্তার হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুই সন্তানের জনক নিহত মোক্তার হোসেন সে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন চান্দের কান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, হাসপাতালের সংবাদে আমাদের অফিসার এসআই ইমদাদুল হোসেন প্রাথমিক সুরতহাল শেষে মৃতদেহটি গাজীপুর মর্গে পাঠানোর ব্যাবস্থা করছেন।
ক্যাপশণ : মুরগীর ভর্তি নসিমুন উল্টে চাপাপরে চালকের নিহত মোক্তার হোসেন এর ছবি।