কালীগঞ্জে মার্কাযে মদিনাতুল হক মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের আব্দুল্লাহপুর রোড উলুখোলা বাজারের পঞ্চিমে ২৮০ ফুট মহাসড়কের পাশে মার্কাযে মদিনাতুল হক মসজিদ কমপ্লেক্স ও আধুনিক মানের মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও আল-আরাফা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস, এর মাধ্যমে হজ্জ পালনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আলহাজ ক্বারী মোঃআঃছালাম এর উদ্যোগে দোয়া ও ইসলামীক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ ১৮ জুন মার্কাযে মদিনাতুল হক মসজিদ কমপ্লেক্স ও আধুনিক মাদ্রাসার উদ্যোক্তা আলহাজ মোঃআঃ ছালাম বলেন আল্লাহ্ র ইচ্ছায় আল্লাহ্ র দরবারে মক্কা,মদিনায় হজ্জ ও,ওমরা পালনে আপনাদের পাশে থেকে আমি মেহনত করে থাকি। এই বছরও হাজীদের জন্য মেহনত করে যাচ্ছি আল্লাহ্ র রহমতে যেন সফল ভাবে আমাদের সকল হাজীরা হজ্জ পালন করতে পারেন। আপনাদের সহযোগিতা থাকলে আমি হজ্জ ও, ওমরা পালনে সবসময়ই মেহনত করে যাব। তিনি আরো বলেন আপনাদের সহযোগিতা থাকলে হজ্জ ও,ওমরা থেকে যা আয় হবে এই মসজিদ ও আধুনিক মাদ্রাসায় ব্যয় করা হবে। এই মসজিদ ও মাদ্রাসায় এ্যলেম শিক্ষার পাশাপাশি একটি আদর্শ জামে মসজিদ ও আধুনিক মাদ্রাসা হিসেবে সমাজের উন্নয়ন মুলক কর্মকাণ্ডে কাজ করে যাবে,যেমন -বিনা মূল্যে চিকিৎসা সেবা,শিশু কিশোরদের জন্য ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র,ইসলামী পাঠাগার,বয়স্কদের জন্য সহীহ কোরআন শিক্ষা,মুসাফির খানা,সমাজ কল্যান পরিচালনা বিভাগ,ফ্যমিলি কাউন্সিলং বিভাগ,উচ্চতর ইসলামিক গবেষণা কেন্দ্র, সামাজিক ও ধর্মীয় দিক নির্দেশনা মূলক কাজ সহ হাজী ভাইদের যোগাযোগ কেন্দ্র হিসেবে কাজ করবে। আরো বক্তব্য রাখেন নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আলী, কালীগঞ্জ বাইতুল সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাহমুদুল হাসান,কালীগঞ্জের আশে পাশের মসজিদের ইমাম ও খতিব গণ। তারা বলেন মসজিদ,মাদ্রাসা সকলের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়ে থাকে, ইনশাআল্লাহ এই মসজিদ ও মাদ্রাসার কাজ দ্রুত এগিয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন হজ্জ পালনে অংশগ্রহণকারী সহ হাজীগণ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। আলোচনা শেষে দেশ ও দেশের জনগণের কল্যানের জন্য দোয়া করা হয়।