কালীগঞ্জে সংঘবন্ধ মহিলা চোর দলের সক্রিয় ৪ সদস্য আটক
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সংঘবন্ধ মহিলা চোর দলের সক্রিয় ৪ সদসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা সেবী প্রার্থী আগত রোগীরা।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহনকারীদের গলাা থেকে স্বর্ণের চেইন চুরি করার সময় চোরদের হাতেনাতে ধরে ফেলে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। ভূক্তভোগী ও থানার মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উত্তরগাঁও গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী জুয়েনা খানম কালীগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে এবং লাইনে দাড়িয়ে ডাক্তারের সাক্ষাৎ পেতে অপেক্ষা করেন। এ সময় পেছন দিক থেকে সেফালী আক্তার নামে এক অজ্ঞাত মহিলা জুয়েনার গলায় থাকা ১ ভরি ওজনের একটি স্বর্নের চেইন চুরির উদ্দেশ্যে টান দেয়। জুয়েনা খানম চেইন চুরির বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার দিলে আশে পাশের মহিলারা সেফালী বেগম, স্বামী আলী আজম, মোসা নাছু আক্তার স্বামী রহিবুল, মোসা নুর নাহার স্বামী মৃত আলী আকবর ও মোসা রোকেয়া বেগম স্বামী শরিফ মিয়া, সর্ব সাং ডরমন্ডল, থানা নাসির নগর, জেলা বি-বাড়ীয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, এ সংক্রান্ত বিষয়ে কালীগঞ্জ থানায় ৩৭৯/ ৫১১ প্যানাল কোড-১৮৬০ ধারায় ১৩(৫)২২ নং মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ-আদালতে প্রেরণ করা হয়েছে। আগত সেবা প্রার্থীরা অভিযোগ করে বলেন, হাসপাতালে প্রায়ই মহিলাদের গলায় থাকা স্বর্নের চেইন, মোবাইল ও টাকা চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একাধিক অভিযোগও রয়েছে। অনেকে আবার ঘটনার পর নিজে ঝামেলা মুক্ত থাকার চিন্তা করে আটককৃতদের বিরুদ্ধে কোন অভিযোগ না করেই চলে যান।