কালীগঞ্জ বাসীর কাছে প্রধান মন্ত্রীর ত্রাণ উপহার পৌছে দিলেন মেহের আফরোজ চুমকি এমপি
মুজিবুর রহমান :
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভা, বক্তারপুর, জাঙ্গালিয়া ও মোক্তারপুর ইউনিয়নে সাড়ে ৬ হাজার পরিবারকে প্রধান মন্ত্রীর ত্রাণ উপহার পৌছে দিলেন সংসদ সদস্য (গাজীপুর -৫)। মহিলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। সভাপতি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মেহের আফরোজ চুমকি এমপি। সোমবার এ সকল উপহার সামগ্রী দেয়া হয়েছে। ইতিমধ্যে সমগ্র উপজেলায় ঈদ উপহার, ত্রান সহায়তা, শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ সম্পন্ন হয়েছে বলে জানাগেছে। তবে, ঈদের পূর্বেই প্রতিটি ইউনিয়নে আরো ২১শ পরিবারকে ভিজিডির আওতায় ১০ কেজি করে চাল বিতরণের কথা রয়েছে।
ইতি পূর্বে নাগরী, তুমুলিয়া, জামালপুর ও বাহদুশাদী ইউনিয়নে উপহার সামগ্রী দেয়া হয়েছে।
আজ সকালে ,কালীগঞ্জ পৌরসভা, বক্তারপুর, জাঙ্গালিয়া ও ইউনিয়নে প্রধান মন্ত্রীর ত্রাণ উপহার পৌছে দেয়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় বক্তব্য প্রদান কালে তিনি বলেন, কালীগঞ্জে কোন মানুষ না খেয়ে যাবে না। বর্তমান করোনার কারনে অনেক পরিবার আর্থিক সংকটে রয়েছে। অনেক পরিবার হাত পাততে পারছে না। এমতাবস্থায় নেতা কর্মীদের নিদেশ প্রদান করেন যে, তাদের একটি তালিকা তৈরী করে প্রতিটি পরিবারকে সহযোগীতা জন্য।
এ সময় আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়র এস.এম.রবিন হোসেন, ভাইস চেয়ারম্যান এড. মাকসুদুল আলম খান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এস.এম আবু বকর চৌধুরী, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক, জাঙ্গলিয়া ইউপি চেয়ারম্যান সারোয়ার গাজী, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।