কালীগঞ্জে ভুমি অফিসে পর্চা জালিয়াতির অভিযোগে আটক–১
গাজীপুরের কালীগঞ্জে সহকারী কমিশনার(ভুমি) কাযার্লয়ে সইমুহুরী পর্চা জালিয়াতির অভিযোগে একজনকে আটক করে ৫০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলা ভুমি অফিসে মিসকেস চলাকালীন সময়ে।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার শাহিনা আক্তার জানান, মিসকেস জালিয়াতি করার উদ্দেশে বার্নাড রোজারিও, পিতা মৃত; এডমিন রোজারি, গ্রাম; পিপ্রাশৈর তুমুলিয়া ইউনিয়ন কালীগঞ্জ, গাজীপুর। ভুয়া পর্চা বানিয়ে উপস্থাপন করে। বিষয়টি আমার সন্দেহ হইলে ভলিয়মের সাথে মিলিয়ে দেখাযায় যে, জমির অংশ ২ অানার স্থালে আড়াই আনা লিখে জমি বৃদ্ধী করে নেয়ার চেষ্টা করে প্রতারক, আটককৃতের সহযোগী পালিয়ে গেলেও বানার্ডকে পাকরাও করা হয়। পরে মোবাইল কোট পরিচালিত হয়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের জেল দন্ডপ্রাপ্ত অাদেশ দেয়া হয়া। অাসামী নগদ ৫০ হাজার টাকা পরিশোধ পুর্বক মুচলেকা দিয়ে ছাড়া পায়।