কালীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে
ইটভাটার, ৬ লাখ টাকা জরিমানা
কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি ঃ
গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ইটভাটায় মোবাইলকোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও মনিটারিং এনফোর্সমেন্ট বিজ্ঞ-নির্বাহী ম্যাজিষ্ট্রেড সাঈদা পারভিন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মুলগাও ও বালিগাঁও এলাকায় ম্যাজিষ্ট্রেড এর উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। ইটভাটা প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৮/১ ধারা লঙ্ঘন, করায় অর্থদন্ড ১৮/১ উমামাকে ৫ লাখ টাকা ও ফারুক মিয়া / সাবেক ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপনের এমএসএম ইটভাটা মালিক উপস্থিত না থাকায় ভেঙ্গে দেওয়া হয়। এনআরসি ইট ভাটার মালিক নিরঞ্জন পলাতক থাকার কারনে প্রায় ৮ লক্ষ ইট পোড়ানোা অবস্থায় ভাংচ‚ড় করা হয়। এবং আরকে জুট মিলের ভরসা গ্রæপের শব্দ দুষরনর কারনে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্স্ট্রেট ও মনিটরিং এন্ড এনফোর্সমেন সাঈদা পারভীন বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে কোন ইটের ভাটা থাকবেনা।
এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, নয়ন মিয়া, সহকারী পরিচালক মাইনুল হক, আলিম ভুইয়াসহপুশি বিজিপি,ফায়ার সার্ভিস দল।