কালীগঞ্জে নূরমোহাম্মদ নামে এক যুবকের আত্মহত্যা।
মোঃ লোকমান হোসেন পনির কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
আজ বুধবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাহাদুরসাদী ইউনিয়ন দুলাসাধুর গাঁ গ্রামের নূরমোহাম্মদ (২০) নামে এক যুবক আত্মহত্যা করার খবর পাওয়া গিয়েছে। পারিবারিক সুত্রে জানাযায় নুরমোহাম্মদ রাজমেশ্রী কাজ করতেন।
সকাল দশটায় নিজ ঘরে বসে খাবার খান। পরে তাঁর ঘরের দর্জা আটকিয়ে সুয়ে থাকে। কিন্তু যখন ৩টা বাজে তার মা তাকে অনেক ডাকাডাকি করলে দরজা খুলেনা।তখন তার মা মই দিয়ে পাশের রুমের উপরে উঠে দেখেতে পায় ওয়াটার লেবেল পাইপ দিয়ে গলায় পচিয়ে ঘরের আরের সাথে জুলে আছে। ছেলেক জুলতে মা চিৎকার দিলে স্থানীয়রা এসে কালীগঞ্জ থানায় খবর দিলে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল তার সঙ্গীয় পোর্স নিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুই ভাইয়ের মধ্যে নূরমোহাম্মদ ছিলেন বড়। তাঁদের বাড়ি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন দুলাসূুর গাঁ গ্রামের পিতা সাইজুউদ্দিন ও মাতা নুরজান দম্পতির ছেলে।তবে কী কারণে নূরমোহাম্মদ আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জে থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান ও উপ পরিদর্শক (এসআই) আমিনুল বলেন পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে.