কালীগঞ্জে নারী উদ্যোক্তা প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ
কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি ;
গাজীপুরের কালীগঞ্জে তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গণে জাতীয় ফল মেলা উদ্ভোধন শেষে জাতীয় মহিলা সংস্থার ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে যোগদান করেন। জেসমিন আক্তার ও রাকিব ভুইয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহের আফরোজ চুমকি এমপি, সভাপতি, সভাপতি মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যন এড, মাকসুদুল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসসাদিকজ্জামান।
অনুষ্ঠানে ২৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ২৫ লক্ষ ৩৩ হাজার ৫০ টাকার চেক বিতরণ করা হয়েছে ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আ,লীগ সভাপতি জুয়েনা আহাম্মেদ, মোয়াজ্জেম হেসেন পলাশ, এড. মাকসুদুল আলম খান, ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, এইচ এম আবুবকর চৌধুরী,এসএম রবিন হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবিন হোসেন, নাগরি ইউপি চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, বাহদুশাদি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদ, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান আলমগির হোসেন, বাবু পরিমল চন্দ্র ঘোষ,