কালীগঞ্জে চারটি কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র এস এম রবিন হোসেন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুরের কালীগঞ্জে পৌরসভায় প্রায় ২২ লক্ষ টাকার ৪টি কাজের উদ্বোধন করেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এম রবীন হোসেন।
রবিবার (১৭ জুলাই) দুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাদগাতী আবিদ খানঁ ছোটন এর পুকুর পার হতে শাদিরবেপারির বাড়ি পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবীন হোসেন। এছারাও কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ডে কালীগঞ্জ সরকারি হাসপাতালের পিছেনে কালীগঞ্জ বাসইর সড়ক হতে সাখা রাস্তার উন্নয়ন, ৪নং ওয়ার্ডে দুইটি পানি নিস্বকাষনের কাজ, ও একটি রাস্তা সহ মোট ৪টি কাজে প্রায় ২২ লক্ষ টাকার উন্নয়ন কাজ শুরু হয়েছে। বিশেষ অতিথি কালীগঞ্জ পৌরসভার ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নারগিস বেগম, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা সাংবাদিক মোঃ ইব্রাহিম খন্দকার, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবিদ খান ছোটন, প্রমূখ। এ সময় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম সুমন,প্রচার ও প্রকশনা সম্পাদক মোঃ সামছুল চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আমির খন্দকার, সদস্য মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের সদস্য জোবায়ের আহমেদ রনি, পৌর যুব লীগের সহ সভাপতি সাংবাদিক মো. লোকমান হোসেন পনির, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন খান, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তৌকির আহমেদ অভি, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন