কালীগঞ্জে অষ্টম শ্রেণীর কিশোর ভাতিজাকে নিয়ে চাচী উধাও, বাঁধ সাজে পুলিশ
কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে অষ্টম শ্রেণীর এক ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া কিশোর ভাতিজাকে নিয়ে চাচী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। উদ্ধার পূর্বক মঙ্গলবার কালীগঞ্জ থানায় এ বিষয়ে ওসি কক্ষে এক দরবারের আয়োন করা হয়।
চাচী যখন নতুন করে ঘড় বাধার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই তাদের মাঝে কাঁটা হয়ে দাড়ায় পুলিশ। পরিবারের লোকজন তাদের সন্ধান না পেয়ে, কালীগঞ্জ থানা পুলিশের সহযোগী চেয়ে জিডি করে।
থানা সূত্রে জানা যায়, গত ২৩ তারিখে উভয় বাড়ি থেকে উধাও হয়। পুলিশ তথ্য প্রযুক্তির ভিত্তিতে এস.আই আমিনুল ইসলাম তেজগাঁও থানা পুলিশের সার্বিক সহযোগীতায় কুড়ি বছরের প্রেমিকা চাচী ও কিশোর ভাতিজাকে উদ্ধার করে। পরে তাদের কালীগঞ্জ থানায় নিয়ে আসলে সব গোমর ফাঁক হয়ে যায়। বিষয়টি জানাযানি হলে কৌতুহলে অনেকে তাদের এক নজর দেখতে থানায় ভিড় জমায়।
জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের হারুনের স্ত্রী হারজানা (ছদ্মনাম) (২০) একই গ্রামের প্রবাসীর ছেলে বড় ছেলে মুফায়েদ ওরফে মাহিদ (১৪) কে নিয়ে নতুন ঘর বাধাঁর স্বপ্ন নিয়ে প্রেমের টানে নিরুদ্দেশ হয়। প্রথমত: তাদের পরিকল্পনা ছিল গার্মেন্টস এ চাকুরী করে সংসার করা।
পারিবারিক সূত্রে জানা যায়, ইতি পুর্বে হারুনের স্ত্রী কুড়ি বছরের স্ত্রী এক বিকাশ ব্যবসায়ীর হাত ধরে বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পালিয়ে যাওয়ার বিষয়টির অভিজ্ঞতা থাকলেও কিশোর পরিবারের লোকজন চাচীর সাথে প্রেম লীলার বিষয়টি কোন ক্রমেই মেনে নিতে পারে নাই।
কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ আনিছুর রহমানের কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে উভয় পরিবারের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ বিষয়টি সিদ্ধান্ত হয়। হারজানার বিকাশে চাচার টাকা রক্ষিত ও বিয়ের সময় দেনা পাওনার বিষয়টি উঠে আসল। ছেলের দেয়া আসবাব পত্র স্বর্ণের আংটি, পায়ের নুপুর ফেরত দেয়ার পর উভয়ে কাজীর কাছে গিয়ে পরর্স্পরকে তালাকের মাধ্যমে বিচ্ছেদ ঘটানো হয়।