কালীগঞ্জে কারেন্টজাল এ বিরুদ্ধে মোবাইর কোট
মুজিবুর রহমান :
গাজীপুরের কালীগঞ্জে প্রতিবছরের ন্যায় এবারও ঝাটকা নিধন রোধে মোবাইল কোট পরিচালনা করেছে বিজ্ঞ-নির্বাহী ম্যজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। উপজেলার বিভিন্ন জলাসয়ে কারেন্ট জালের মাধ্যমে ঝাটকা মাছ শিকার করে মাছের বিস্তার ধ্বংশ করে আসছে কিছু অসাধু মাছ শিকারীরা। গোপন সংবাদের ভিত্তিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ বিকেলে ২৪ অক্টোবর ২১ বিকাল ৩:০০ টা থেকে একটানা সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় মাছ শিকারীরা কারেন্ট জাল ফেলে পালিয়ে যেতে দেখাগেছে।
এ সময় বিজ্ঞ-নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক এর নেতৃত্বে পুলিশ সদস্যসহ আনসার ব্যাটেলিয়নের মাধ্যমে জাঙ্গালিয়া ইউনিয়নে অবস্থিত দুবরিয়া, জাঙ্গালিয়া, সালদিয়া বিল/জলাশয় এ মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ আইনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে বিল/জলাশয় থেকে ১৫০০ (এক হাজার পাঁচশত) মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল আগুনদিয়ে ধ্বংস করা হয়েছে।