কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জের উপজেলা সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভুমি ) শারমিন আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীগলীগ সাধারণ সম্পাদক আবু বকর চৌধুরীর সঞ্চালনায় করোনা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় সাইফ পাওয়ার টেক সারা দেশের ন্যায় কালীগঞ্জ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসা মোকাবিলায় ৪০ টি অক্সিজেন সিলিন্ডার, ২পিছ অক্সিজেন নজেল, ডাক্তারদের ৭৫ পিছ পিপিই, ২ হাজার ফেইস মাকস্ ৪০০ পিছ হ্যান্ড গøবস, ৪টি র্থামাল স্কানার, হ্যান্ড সেনিটাইজার ৫ লিটার ও ২০ পিছ আই সিল্ড প্রদান করেন, পরে উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল সাইফ বক্তব্য রাখেন।
পরে সহকারী কমিশনার শারমিন আক্তার সাইফ পাওয়ার টেক কে ধন্যবাদ জানান, পরে গাজীপুর জেলা আ,লীগ সদস্য আশরাফি মেহেদী হাসান বক্তব্য রাখেন, পরে
সহকারী কমিশনার (ভুমি ) শারমিন আক্তার এ সকল সামগ্রী গ্রহন পুর্বক সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিনের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মেয়র প্রার্থী এসএম রবিন হোসেন , মো সাজ্জাদ হোসেন রিপন ডিরেক্টর. অব. মোজর ফারুক আহাম্মদ খান র্নিবাহী পরিচালক এডমিনসহ রাজনৈতিক নেতৃবিন্দসহ আরো অনেকে ।