কালীগঞ্জে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণরোধ নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট
মুজিবুর রহমান :
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, গাজীপুর এর নেতৃত্বে পুলিশ সদস্যসহ আনসার ব্যাটেলিয়নের মাধ্যমে কালীগঞ্জ পৌরসভার বাজার সহ সংলগ্ন এলাকা, বাহাদুরসাদী ইউনিয়নের ঘোড়াশাল ফেরীঘাট, খলাপাড়া গ্রাম, বাশাইর বাজার, জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার, চান্দেরবাগ বাজার, নারগানা বাজার, দোলান বাজার, বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর বাজার, ফুলদী বাজার, মাঝুখান বাজার, নাওয়ানের মোড়, ব্রাহ্মণগাঁও, আলাউদ্দির টেক বাজারসহ উল্লিখিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণরোধ নিশ্চিতকল্পে সাধারন জনগণকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার নিমিত্তে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন বাজারে ০৪ (চার) জনকে ১,৪০০/- (এক হাজার চারশত) টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুস্থ রিক্সাওয়ালা, চা বিক্রেতা ও ভিক্ষুকদেরকে লকডাউন মেনে ঘরে অবস্থানের জন্য উৎসাহিত করতে মাস্ক বিতরণ করেন।