কালীগঞ্জে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণরোধে মোবাইলকোট
মুজিবুর রহমান:
গাজীপুরের কালীগঞ্জে আজ বিকেল ৩:৩০ টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, গাজীপুর আনসার ব্যাটেলিয়ন এর মাধ্যমে কালীগঞ্জ পৌরসভা, বক্তারপুর ইউনিয়ন এবং জাঙ্গালীয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণরোধ নিশ্চিতকল্পে সাধারন জনগণকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অনেককে মাকস পকেটে রাখার দায়ে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখতে পরামর্শ প্রদান করেন। অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন বাজারে ০৫ জনকে ১,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও অসহায় দুস্থ রিকশাওয়ালা ও চা বিক্রেতাকে মাস্ক বিতরণ করা হয়।