কালীগঞ্জে একভরি ওজনের স্বর্ণের চেইনসহ ৪ নারী ছিনতাকারী আটক
মুজিবুর রহমান :
গাজীপুরের কালীগঞ্জে ১ ভরি স্বর্ণরে চেইনসহ ৪ মহিলা ছিনতাইকারী আটক করেছে স্থানীয়রা । গন ধোল।ই শেষে পুলিশে সোপার্দ করেছে। আটককৃতরা হরো ১, পরভিন (৩৫) স্বামী সোহাগ, ফাতেমা(২১) স্বামী আ.মালেক, মোর্শেদা (৫৫) স্বামী জালাল ও কেলা বেগম(৪০) স্বামী আব্দুর রহিম, সর্ব গ্রাম মোড়া পুর, লাখাই , হবিগঞ্জ, সিলেট। ঘটনাটি ঘটেছে বালিগাঁও বাইপাস সড়কে ইজিবাইকে।
জানা যায়, উত্তরগাঁও গ্রামের বরকত উল্লার স্ত্রী’র লেগুনায় চড়ে যাবার সময় পিাশে ছিটে বসা চার ছিনতাইকারী তার গলায় থাকা ১ ভড়ি স্বর্ণের চেইনটি নেইল কাটার দিয়ে কেটে নেয়। পরে তিনি টের পেলে অটো থামিয়ে ওই চোর সদস্যর নিকট থেকে চেইনটি উদ্ধার করে তাকে গন ধোলাই দেয়।
পরে ৯৯৯ এ ফোন করে পুলিশে তুলে দেয়। পুলিশ তাদের থানায় নিয়ে যায়। এ সময় তার ছেলে আক্তার হোসেন থানায় উপস্থিত থেকে মামলার ঝামেলা থেকে বাচঁতে অপারগতা প্রকাশ করায় এস আই রমজানকে একটি লিখিত প্রদান করেন।
এ খবর শুনে গত সোমবার একই রাস্তায় ১৪ আনস্বের্ণের চেইন চুরির ঘটনায় থানায় এসে এক বৃদ্ধ নারী আটকৃতদের সনাক্ত করেন। কিন্ত বিষয়টি কর্ণপাত করছেন না দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা। পরে বিষয়টি অফিসার ইনচার্জ বরাবর জানালে তিনি বলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
হাজেরা জানান, গত সোমবার সকাল ১১ টায় পৌর ৮ নং ওয়ার্ডের রাজপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম কালীগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে ইজি বাইক চরলে গলা থেকে নেইল কাটারের মাধ্যমে ১৪ আনা ওজনের একটি স্বণের্র চেইন চুরি করে নিয়ে যায় বলে জানান,
বাড়িতে গিয়ে অনেক খোজাখুজি করে আর পায় নাই। তিনি আরো বলেন সেদিন এই চোরের দলটি আমাকে চাপাচাপি করে গলায় থাকা চেইনটি চুরি করে নিয়েগেছে। পরে তাদের আলামত উদ্ধার করা সত্তেও কেহ বাদী না হওয়ায় পুলিশ তাদের গাজীপুর আদালতে প্রেরণ করে। এ ধরনের মামলা না হওয়ায় ওই চক্রটি আর আটক করা সম্ভব হচ্ছে না্।