কালীগঞ্জে একদিনে ৫ হাজার জনকে ভ্যাকসিন প্রয়োগের আওতায়
মো. মুজিবুর রহমান :
গাজীপরের কালীগঞ্জে একদিনে ৫ হাজার জনকে ভ্যাকসিন প্রয়োগের আওতায় আনা হয়েছে। কালীগঞ্জে আর.আর.এন পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল ভবনে কভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। আজ সকালে তিনি কালীগঞ্জ পৌর এলকার ৮টি ওয়ার্ডের ৬শতাধীক উপকারভোগীরা ভ্যকসিন উদ্ভোধন করতে আসতে দেখাগেছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিক জানান, আপাতত সরকারের নির্দেশ মোতাবেক ৭টি ইউনিয়নে ৬ শতাধীক করে মোট ৪ হাজার ৮শ উপকারভোগীদের মাঝে ভ্যকসিন এর ১ম ডোজ প্রয়োগ করা হবে, বাকিটা সরকারের পরবর্তী নিদের্শে মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন বলে আজ ভোরে প্রতিটি ইউনিয়নে ভ্যাকসিন প্রেরণ করেছি। আর উপজেলা কমপ্লেক্সে রুটিং কার্যক্রম অব্যাহত থাকবে। যারা রেজিষ্ট্রেশন করেছেন তারা কেবল হাসপাতালে গিয়ে টিকা নিতে হবে।
কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবিন হোসেন জানান, আজ আমাদের মাটি ও মানুষের নেত্রী মেহের আফরোজ চুমকি আপা আসার কথাছিল বিশেষ কাজ থাকায় আসতে পারেন নাই। আমরা ইউএনও সাহেবের সাথে এসেছি দেখতে পেলাম জনগন স্বতস্বফুর্থভাবে এগিয়ে এসেছে আমরা আশাকরি খুব শিগরী সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ঠ হবো।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা মিনহাজ উদ্দিন, কালীগঞ্জ পৌর মেয়র এস,এম রবিন হোসেন, কাউন্সিলন বাদল হোসেন, আমির হোসেন মুন্সি,সাকায়েত হোসেন, মোমেন আকন্দ, রিপন হোসেনসহ অনেকে। ,
তুমুলিয়া, নাগরী,জামালপুর, বাহদুশাদী, মোক্তারপুর, জামালপুর ও বক্তারপুর ইউনিয়নে একযোগে ভ্যাকসিন প্রয়োগ চলছে।