কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি:
উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ক্লাব সংলগ্ন রাস্তায় অটোরিকশা চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। নিহতের বাড়ি একই ইউনিয়নের চান্দেরবাগ গ্রামে।
গতকাল সোমবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর দেওয়ান বাড়ি শ্বশুরবাড়ী এলাকায় সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মোঃ কাওছার উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণ্গাও মহিলা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সকালে শহীদদের শ্রদ্ধা নিবেদন করকত মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তার মোটর সাইকেলটি একটি অটোর সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তার মাঝে পরে যায়। সেই সময় অপর দিক থেকে অন্য আরকটি অটো তাকে পিষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করতে এসে শিক্ষককে মৃত পাওয়া যায়। কালীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সকালের েদেকর ঘটনায় রাস্তায় কোন লোকজন না থাকায় অটোটি পালিয়ে গেছে।
পারিবারিক আবদারে ময়না তদন্তের পর মৃতদেহটি ফেরত দেয়া হয়।
তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কণ্যা সন্তানসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন।