কালীগঞ্জের রাজপাড়ায় ৮ম শ্রেণীর ছাত্রীর আত্বঃহত্যা, মোবাইল উধাও
কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি ঃ
কালীগঞ্জ উপজেলার কোহিনুর মার্কেট সংলগ্ন রাজ পাড়া প্রামে জুগুলী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর এক ছাত্রী নিজ বাড়িতে ঘড়ের আড়ের সাথে ওরনা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্বঃহত্যা করেছে বলে জানাগেছে। জুগুলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে উত্তির্ণ ৮ম শ্রেণীতে পড়–য়া শিক্ষার্থীর নাম ইভা, সে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ভুট্ট’র কন্যা।
গতকাল শুক্রবার ইভার পিতা ভুট্টু কাজ শেষে বিকেল ৪টার দিকে কোহিনুর মার্কেট পৌছলে স্থানীয়দের কানাঘোষ করছে তা দেখতে পেয়ে। জিজ্ঞেস করলে জানায় তার মেয়ে ইভা ঘড়ের দরজা বন্ধ করে ঘড়ের আড়ের সাথে লটকে আত্বঃহত্যা করেছে।
দৌড়ে বাড়িতে গিয়ে তাকে নামিয়ে থানা পুলিশকে খবর দিলে কালীগঞ্জ থানার এসআই ছামাদ বাড়িতে গিয়ে মৃতদেহটি সুরতহাল করে কালীগঞ্জ থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য লাশটি গাজীপুর মর্গে প্রেরণ করেন। এ সংক্রান্ত কালীগঞ্জ থানায় জিডি করা হয়। শেষ খবর পাওয়া অবদী ইভার হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার হয় নাই্ এবং রহস্য জনক আত্বঃহত্যা ঘটনার কারন খুজে পায়নাই বা পুলিশ কাউকে আটক করেনি।
স্থানীয়রা জানায় গত দুই মাস পুর্বে প্রতিবেশী এক রাজমিস্ত্রি যুবক শাহজাহানের ছেলে মামুনের সাথে তার সম্পর্ক হয়। সবাই বিষয়জি জানতে পেরে ধামাচাপা দিতে মামুনের বাড়িতে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব দিলে মামুন আপাতত বিয়ে করতে রাজি হয়নি। সম্ভবত সেই কারসে ইভা আত্বঃহত্যা করেছে।
কিশোরির মৃতদেহ উদ্ধারের বিষয়টি স্বীকার করেছেন কালীগঞ্জ থতানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান।