কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি ঃ
কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামে পুর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিত ভাবে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়াগেছে বড় ফাইজউদ্দিনের ছেলে, আরিফ, (২২) হারিছ (১৪) ও আনিছ (১৮) এর বিরুদ্ধে। মুমূহ্য অবস্থায় জুলহাসকে হাসপাতালে বর্তি করেন স্থানীয়রা।
গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টারদিকে মোক্তারপু ইউনিয়নের আবেদ আলীর স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, তার ছেলে মো: জুলহাস নাতি ছিয়াম বায়না ধরায় তাকে বিস্কিট কিনে দিতে প্রতিবেশী মনির এর মুদি দোকানে যায়। এ সময় পুর্ব পরিকল্পিতভাবে অবস্থানরত ফাইজ উদ্দিনের ৩ ছেলে তারা জুলহাসকে একা পেয়ে তাদের ঝাপিয়ে পরে এলোপাতালি ভাবে মারধর করে শরিলের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করে। এ সময় ভাগ্নে দৌড়ে বাড়িতে গিয়ে থবর দেয়ার আগেই লাঠিশোটা দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে বেদম প্রহার/কিল ঘুষি মেরে শরিলের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করে। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ফাইজ উদ্দিনের ২ ছেলে আরিফ ও আনিছ মারধরকরে দৌড়ে পালিয়ে যাবার সময় এই বলে হুমকিদেয় যে, এর পর তোকে একা পেলে হত্যা করে গুম করে দিবে বলে যায়। স্থানীয়রা জুলহাসকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
ওই দিন রাতে জুলহাসের মা বাদি হয়ে ৩ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।