কালীগঞ্জের মঠবাড়ি র্গীজা মাঠে ফুটবল খেলায় মাল্লা উদয়ন সংঘের ১-০ গোলে জয়
কালীগঞ্জ(গাজঅপুর)প্রতিনিধি ঃ
নাগরী ইউনিয়নের মঠবাড়ি মাঠে মাল্লা-বাশঁবাড়ি দলের মধ্যে ফুটবল ফাইনাল প্রতিযোগীতায় মাল্লা উদয়ন সংঘের ১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে। গতকাল শুত্রবার বিকেলে মঠবাড়ি মিশন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
মঠবাড়ি যুব সমিতির উদ্যোগে আন্ত ঃ গ্রাম পর্যায় ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগীতায় ৯টি গ্রামের অংশ গ্রহন করে। পরে প্রায় কয়েকমাস পর মাল্লা উদয়ন যুব সংঘ ও বাশ বাড়িযুব সংঘ সেমি ফাইনালে পৌছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী ইউপি চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মঠবাড়ি মিশন ফাদার উজ্জল রোজারিও সিএসসি, সহ সভাপতি মঠবাড়ি পালকিয় পরিষদ, মি. ক্রিস্টফার দেশাই, সভাপতি মি. মি. দিলীপ মোহন রোজারিও,প্রাক্তন সভাপতি প্রশিস স্টিফেন পেরেরাসহ অনেকে।
খেলা শেসে শিশুদের নৃত্য পরিবেশন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।