কালীগঞ্জের বক্তার পুর ইউনিয়ন নৌকা বাইচ আয়োজন অনুষ্ঠিত
মুজিবুর রহমান :
গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন বক্তার পুর ইউনিয়নের বেরুয়া নলী ব্রীজ সংলগ্ন বেলাই বিলে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বক্তার পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা বাইচ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের মাটি ও মানুষের নেত্রী জনাব মেহের আফরোজ চুমকি এম পি ( গাজীপুর -৫) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এইচ এম আবু বক্কর চৌধুরী সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, জনাব এস এম রবিন হোসেন কালীগঞ্জ পৌর মেয়র, কালীগঞ্জ পৌরসভা, এডঃ মাকসুদুল আলম খান, ভাইস চেয়ারম্যান কালীগঞ্জ উপজেলা পরিষদ। এছাড়াও উক্ত নৈকা বাইচে আরো উপস্থিত ছিলেন বক্তার পুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৫০-২০০ জন নেতকর্মী সহ বিভিন্ন এলাকা হতে আগত ১০০০-১৫০০ জন সাধারণ উপস্থিত ছিলেন।
পরে নৈাকা বাইচ অনুষ্ঠিত হয়। উক্ত নৌকা বাইচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।