কালীগঞ্জের পূন্যারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করেছেন মেহের আফরোজ চুমকি এমপি
কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি :,
গাজীপুরের কালীগঞ্জের পূন্যারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন শুভ উদ্বোধন,করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক, মেহের আফরোজ চুমকি এম পি, সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি।
শনিবার দুপুরে তুমুলিয়ার পূন্যারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবর্নিমিতি ভবনের ফিতা কেটে শুভ উদ্ভোধন করা হয়।
জানা যায়, চাহিদা ভিত্তিক নতুন জাতীয় করণকৃত সরকারী প্রথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)এর আওতায় বাস্তবায়ন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর র্নিমানকারী প্রতিষ্ঠান মেসাস জুই এন্টার প্রাইজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী বেলাল সরকার, থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী ,অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলঅম খান কনক, সাবেক সাধারণ ম্পাদক আব্দুল গনি ভুইয়াসহ সরকারী বেসরকারী কর্মকর্তা রাজনৈতিক নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।