কালীগঞ্জের দক্ষিনবাগ গ্রামে এক যুবকের আত্ব:হত্যা
মুজিবুর রহমান :
কালীগঞ্জের দক্ষিনবাগ গ্রামে মো.আব্দুল অহিদ (২১) নামে এক যুবক আত্ব:হত্যা করেছে বলে জানাগেছে। বিষয়টি রহস্যজনক থাকায় মৃতদেহটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার বাহদুশাদী ইউনিয়নের দক্ষিনবাগ গ্রামের আ: রশিদের পুত্র মো. অহিদ (২১) দুপুরে বাড়ির পাশে আম গাছের ডালে গলায় ফাঁস নিয়ে মৃত্যু বরণ করেছে বলে জানা যায়।
পরিবারের লোকজন দুপুরে তাকে দেখতে না পেয়ে আত্বীয় স্বজনেরা খোজাখুজি করার সময় হঠাত বাড়ির পেছনে আঃ রশিদ ফকির বাড়ির পাশে আম গাছের ডালার সাথে অহিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিতকার দেয়ে। এ সময় বাড়ির লোকাজন কালীগঞ্জ থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোট লিখে ময়না তদন্তের জন্য মৃতের লাশ গাজীপুর মর্গে প্রেরন করেন।
একটি সূত্রে জানাগেছমেৃত অহিদ সর্বদা একাকি থাকতে ভালো বাসত এবং সর্বদা টাচ মোবাইলে গেম খেলতে পছন্দ করত।
যেহেতু মৃত্যুর কোন কারন জানতে না পারায় মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।