কালিহাসি মোড় মরন ফাঁদে আবারো সড়ক দূর্ঘটনায় মালেক বাবুর্চি মারাগেল
মুজিবুর রহমান ঃ
গাজীপুরের কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের গাজীপুর ইটাখোলা সড়কের কালিহাসি মোড়ে আবরো সড়ক দূর্ঘটনায় মালেক (৪০) বাবুর্চি নামে এ পথচারীকে মোটর সাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায় ইন্নালিল্লাহি…….রাজিউন।
আজ মঙ্গলবার রাত আনুমানিক ৮টার সময় রাস্তা পারাপারের সময় ডেমরা গ্রামের মানিক বাবুর্চিকে একটি মোটর সাইকেল চাপা দেয়। পরে স্থানীয়রা মানিককে উদ্ধার করলে মোটর বাইকের অপর সহযোগী আহত মানিককে নওপাড়া পপুলারে নিয়ে যায়। রোগীর অবস্থা আশংঙ্কা দেখে জরুরী ভিত্তিতে শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ইতিমধ্যে কালিহাসির শফিকুল মার্কেট হইতে জাকির মার্কেট পর্যন্ত সড়ক দূর্ঘটনায় ৬/৭ জন মারা গেছে এদের মাঝে আজকের মানিক বাবুর্চি, কালিহাসির মোটর মেকানিক, আহাম্মদ মোল্লাহ, জাহিদ খান, চান পুরের গরু ব্যবসায়ী, আবদুল্লাহ স্যার ও ডেমরার এক বৃদ্ধা নাতিকে নিয়ে যাওয়ার পথে পেছন দিক তেকে গাড়ী ধাক্কা দিলে নাতি ছিটকে পড়ে যায় এবং মহিলাটি মারা যায়।