কালবৈশাখী ঝড়ে সন্দ্বীপে স্পিডবোট ডুবে শিশুর মৃত্যু
চট্রগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অন্তত ১৭ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে বলে সংবাদ পাওয়া গেছে। একটি বিম্বস্থ্য সূত্রে বরাত দিয়ে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে মধ্য সাগরে এ ঘটনাটি ঘটেছে । স্পিট বোর্টটি ডুবে গেলে অজ্ঞাত এক ১০ বছর বয়সী শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, এ র্দূঘটনায় ৬/৭ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্ত কতজন নিখোজ রয়েছেন এ বিষয়ে কেহ কিছু বলতে পারছে না।
এ বিষয়ে সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার নিকট জানতে চাইলে তিনি বলেন, তাৎখনাত সংবাদ পেয়ে বিস্তারিত জানতে নৌঘাটে গিয়েছেন। আরো বলেন এক শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজের প্রকৃত সংখ্যাটা জানাতে আরেকটু সময় লাগবে বলে জানান তিনি।