কাভার্ডভ্যানের ধাক্কায় রাজধানীতে ৩

মোটরসাইকেল আরোহীর মৃত্যু
উত্তরার আজমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আজমপুর রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নামুল (১৯), হনুফা আক্তার (৪০) ও অনিক (১৮)। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে এনামুল ও হনুফা মারা যান। আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস জানান, গত বৃহস্পতিবার সকালে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণির আমির কমপ্লেক্সের সামনে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনের মৃত্যু হয়।
মৃত হনুফা বেগমের মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশাল গৌরনদী। থাকেন মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায়। অনিক তার মামাতো ভাই। অনিকের অসুস্থ বাবা গাজীপুর বোর্ডবাজার এলাকায় থাকেন। ভোরে তাদের পরিচিত এনামুলের মোটরসাইকেলে করে অনিককে সঙ্গে নিয়ে গাজীপুর বোর্ডবাজার এলাকায় ভাইকে দেখতে যাচ্ছিলেন হনুফা বেগম। পথে এই দুর্ঘটনা ঘটে।