করোনা সংক্রমণরোধ নিশ্চিতকল্পে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার নিমিত্তে মোবাইল কোর্ট
মুজিবুর রহমান :
গতকাল শনিবার ২৩/০৭/২০২১ খ্রিঃ তারিখ সকাল ৯:৩০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণরোধ নিশ্চিতকল্পে সাধারন জনগণকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক , কালীগঞ্জ, গাজীপুর আনসার ব্যাটেলিয়ন এর মাধ্যমে কালীগঞ্জ পৌরসভা, বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজার, জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার, চান্দেরবাগ, দোলান বাজার, চুপাইরসহ সংলগ্ন এলাকা, বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর বাজার, মাঝুখান বাজারসহ সংলগ্ন এলাকায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণরোধ নিশ্চিতকল্পে সাধারন জনগণকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন বাজার ও এলাকার দোকানে ১১ জনকে ২,৭০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুস্থ রিকশাওয়ালা ও চা বিক্রেতাকে মাস্ক বিতরণ করা হয়।