করোনায় আক্রান্ত ব্যাক্তির অভিজ্ঞতায় আপনি পারেন পরিবার, বন্ধু, বান্ধব, প্রতিবেশীদের রক্ষা করতে
মুজিবুর রহমান
করোনায় আক্রান্ত ব্যাক্তির অভিজ্ঞতায় আপনি পারেন পরিবার, বন্ধু, বান্ধব, প্রতিবেশীদের রক্ষা করতে
দেশে করোনায় আক্রান্ত সংক্ষা ক্রমাগত বেড়েই চলেছে। আর এই পথ থেকে বেরহওয়ার কোন উপায়ান্তর দেখছেনা ভুক্তভোগীরা। অনেকে করোনায় আক্রান্ত হলেও শরিলে বা নিজেকে তেমন কোন সমস্যা দেখতে পান না। মফস্বল বা শহরে যেখানেই হোক করোনা পরীক্ষা করতে নমুনা দেয়ার কমপক্ষে ৩/৪ দিন পর ফলাফল পাওয়ার আসায় নমুনা দাতাগন বাজরে যাচ্ছেন, লোকালয়ে মিসছেন, পরিবারের সদস্যদের সাথে পাশাপাশি বসে খাবার দাবার করছেন। বিকেলে আড্ডা মারছেন। পরে হঠাতকরে জানতে পারলে তিনি নেগেটিভ বা পজেটিভ। আর এ ৪৮/৭২/৯৬ ঘন্টায় যার যার সাথে মিশেছেন সবাই নিজেকে যতোই নিরাপদ মনে করেননা কেক আমাদের মনে হয় আক্রান্তের সাথে মেসায় আরো বেশ কয়েকজন আক্রান্ত হয়েগেছে। আর এভাবেই সংক্রমন বৃদ্ধি পাচ্ছে বলে অনেকের ধারন।
এ সংক্রামন থেকে রক্ষা পেতে নিজেকে জানুন আপনিকি ভুল করে আপনার পরিবারের সদস্য বা আত্বীয় স্বজন বা বন্ধু-বান্ধবকে বিপদে ফেলছেন।
আমদের মনে হয় আপনি নমুনা দেয়ার পর নিজেকে সম্পূর্ণভাবে আলাদা বা হোম কোয়ারেন্টাইন এর প্রস্তুতি নিতে একান্ত ভাবে বাড়ির অন্যান্ন সদস্যদের বিষয়টি অবগত করবেন বাড়িতে অবস্থান করবেন। আর তা হলেই হয়তো আপনি করোনায় আক্রান্ত ব্যাক্তির অভিজ্ঞতায় পারেন আপনার পরিবার, বন্ধু, বান্ধব, প্রতিবেশীদের রক্ষা করতে
,