কক্সবাজারে ফার্মেসী ব্যবসার আড়ালে মাদক ব্যবসা: র্যাবের হাতে ধরা
কক্সবাজার প্রতিনিধি :
সম্প্রতি ক্সবাজার শহরের ফার্মেসী ব্যবসার আড়ালে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা । হোটেল-মোটেল জোনের এক ফার্মেসীতে বিক্রয় হচ্ছে বিদেশী মদ, বিয়ার, ফেন্সিডিলসহ নানা মাদকদ্রব্য। সম্প্রতি এমন তথ্যের ভিত্তিতে র্যাব ১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমানে মদ, ফেন্সিডিল, বিয়ারসহ মোহন সেন (২৮) নামে একজনকে আটক করেছে জানান কক্সবাজার র্যাব ১৫ এর সদস্যরা।
গত মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে শহরের কলাতলীর সী-প্যালেস হোটেলের সামনে মেসার্স মা’ মেডিকো নামে একটি ফার্মেসীতে ঝিটিকা অভিযান চালিয়ে বিদেশী মদ রাম ৬০ বোতল, বিদেশী বিয়ার ২০ টি, ২০ বোতল ফেন্সিডিল ও বেশ কয়েক কার্টুন যৌন উত্তেজক ওষুধসহ মোহন সেন কে আটক করে।
জানা যায় আটক মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রবি সেনের ছেলে। সে মেসার্স মা’ মেডিকো নামে ফার্মেসীর মালিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে বলে দাবি র্যাবের। পরে তার বিরুদ্ভে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হবে বলে জানান দায়ীত্বপ্রাপ্ত কর্কর্া।