মুজিবুর রহমান ঃ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগ আলোচনা সভা অনুষ্টিত হয়েছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে।
গতকাল সোমবার বিকেলে (৭ মার্চ সোমবার)উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরীর সঞ্চালনায় বক্তব্যে রাখেন
উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ,কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবিন হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম,স্বাস্থ বিষয়ক সম্পাদক মোস্তফা, সদস্য হাসান শরিফ খান ববি প্রমুখ।
অন্যান্নদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল,পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফী রেজাউল রহমান খোকন,পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোফাজ্জল হোসেন,উপজেলা মহিলা নেত্রী পারভিন আক্তার,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াহিদ হাসান,কালীগঞ্জ পৌর কাউন্সিলর আমিরুন্নেছা,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলভী,সহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।